শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপি মিডিয়া সেল। আটককৃত হল, নগরীর ভাটার খাল এলাকার মৃত আদর মিয়ার ছেলে মো. মানিক মিয়া (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সোয়া ৫ টার দিকে বন্দর থানা পুলিশের একটি টিম চরআইচার সিদ্দিক বাজার খেয়াঘাটের জসিমের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় মো. মানিক মিয়াকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। এঘটনায় আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।








































