জামায়াতের আমির শফিকুর রহমান গ্রেপ্তার
ডিসেম্বর ১৩ ২০২২, ১১:৩৬
ডেস্ক প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সোমবার (১২ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মো. ফারুক হোসেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম এর আগে প্রতিদিনের বাংলাদেশকে জানান, রাতে একটি গোয়েন্দা পুলিশের দল আমির ডা. শফিকুর রহমানকে আটক করে নিয়ে গেছে।
জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ দাবি করেন, ‘জামায়াতের আমিরকে আটক করে রাজধানীর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি সব মামলায় জামিনে আছেন। কেন তাকে গোয়েন্দা পুলিশ আটক করল বুঝতে পারছি না।’
ডা. শফিক গত ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করে এ দাবিতে আগামী ২৪ ডিসেম্বর গণমিছিলের যুগপৎ আন্দোলনের কর্মসূচি দেওয়ার পর জামায়াতের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি ঘোষণা করেন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জামায়াতের যুগপৎ আন্দোলনের ঘোষণা আওয়ামী জুলুমবাজ সরকারকে প্রচণ্ড অস্থির করে দিয়েছে। যার জন্য তারা জামায়াত আমিরকে গ্রেপ্তার করেছে।’
এতে আরও বলা হয়, ‘আওয়ামী সরকার জামায়াতের রাজপথে যথাযথ ভূমিকা রাখার সক্ষমতা সম্পর্কে ভালো করেই ওয়াকিবহাল।’
বিজ্ঞপ্তিতে জামায়াত আমীরের মুক্তি ও স্বৈরশাসনের অবসান যুগপৎভাবেই ঘটবে বলে আশা প্রকাশ করা হয়।
শফিকুর রহমান গত অক্টোবরে আগামী তিন বছরের (২০২৩-২৫) জামায়াতের আমীর নির্বাচিত হন।








































