অনুমতি পেয়েই গোলাপবাগ মাঠে বিএনপি নেতাকর্মীদের ভিড়
ডিসেম্বর ০৯ ২০২২, ১৭:৩৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগমীকাল ১০ ডিসেম্বর গোলাপবাগ মাঠে বিভাগীর মহাসমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।এদিকে সমাবেশের অনুমতি পেয়েই বিএনপি নেতাকর্মীরা দলে দলে মাঠটিতে যাচ্ছেন। সরকারবিরোধী নানা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে ঢুকতে থাকে তারা।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপবাগ মাঠে হাজারখানেক নেতাকর্মীকে দেখা যায়। একে একে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
এর আগে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনকে মৌখিকভাবে বলা হয়েছে গোলাপবাগ মাঠের কথা। এখনো কাগজ দেয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, গণসমাবেশ শনিবার বেলা ১১টায় শুরু হবে। এই গণসমাবেশ থেকে সরকার পতনে ১০ দফা দাবি ঘোষণা করা হবে।
আ/ মাহাদী








































