ছাত্রসংসদ বাকসু নির্বাচনের দাবীতে বিএম কলেজে বিক্ষোভ
সেপ্টেম্বর ১৪ ২০২৫, ১৫:৫৭
বরিশাল ॥ বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো পয়েন্ট থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
মিছিলে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন। তবে ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়নি। বিক্ষোভ মিছিল শেশে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিএম কলেজ এক সময় রাজনীতিবীদ তৈরীর আতুর ঘর হিসেবে পরিচিত ছিলো।
এ কলেজ থেকে অসংখ্য ছাত্র নেতা দেশের রাজনীতিতে অবদান রেখে চলেছেন। অথচ দীর্ঘ দুই যুগের বেশী সময় অতিবাহিত হলেও বিএম কলেজ ছাত্র সংসদ বাকসুর নির্বাচন দিতে পারেনি কলেজ প্রশাসন। যে কারনে এখান থেকে কোন নেতৃত্ব তৈরী হয়নি। এছাড়া ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় কলেজে শিক্ষার্থীদের ন্যায্য দাবী আদায়ে কোনো প্লাটফর্ম নেই।
শিক্ষার্থীদের দাবী আদায়ের জন্য নেতৃত্ব গঠনের জন্য দ্রুত নির্বাচনের দাবী জানান তারা। উল্লেখ, ২০০২ সালে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে ছাত্রদল ছাত্র শিবির, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী অংশ নেয়। নির্বাচনে চার দলীয় জোট সমর্থীত সেন্টু-বাদল-নেয়ামুল পরিষদ বিজয়ী হয়।









































