বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

সেপ্টেম্বর ১২ ২০২৫, ১৮:১৬

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীর সংলগ্ন সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিন লামচরী এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজ বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ভেঙে খালে পড়েছে। এতে কয়েকটি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে এবং ভাঙা ব্রিজের কারণে বরিশাল শহরের সঙ্গে ঐ গ্রামের যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে।

ভাঙা ব্রিজের কারণে স্থানীয় দিনমজুররা চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি লামছড়ি এলাকার সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারেননি, কারণ ব্রিজটি দিয়ে তারা প্রতিদিন যাতায়াত করতেন।

চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আল-মামুন জানিয়েছেন, ভাঙা ব্রিজটি অনেক পুরানো ছিল, তাই বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে।

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে নদী থেকে রাতের আঁধারে বালু কেটে খাল থেকে বাল্কহেডের মাধ্যমে অন্যত্র নেওয়া হতো। বুধবার গভীর রাতে বাল্কহেডের ধাক্কায় ব্রিজটি ভেঙে খালে পড়ে গেছে। এতে প্রায় ৪–৫টি গ্রামের মানুষের শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।”

ইউনিয়ন চেয়ারম্যান জানিয়েছেন, বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনও জানানো হয়নি, তবে আগামী রবিবার জানানো হবে।

এলজিইডি উপজেলা প্রকৌশলী জানান, ভাঙা ব্রিজের স্থানে অস্থায়ী বিকল্প সাকো নির্মাণ করা হবে। বরাদ্দ পাওয়া মাত্র নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করার কারণে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও