পটুয়াখালীতে চাল বিতরণে অনিয়মের ডিলার ও গণ অধিকারের নেতা আটক

আগস্ট ১৯ ২০২৫, ১৯:১৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়মের অভিযোগে গণ অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রামে ঘটনাটি ঘটেছে।

আটককৃতরা হলেন ফেয়ার প্রাইজের ডিলার ও শ্রমিক অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক সাগর হোসেন দুদা এবং তার সহোদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের আহ্বায়ক দাদন মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রতনদী তালতলী ইউনিয়নের ৮ ও ৪ নম্বর ওয়ার্ডের ডিলার সাগর হোসেন দুদা ফেয়ার প্রাইজের কার্ডধারীদের কাছ থেকে প্রতি ৩০ কেজি চালের বিপরীতে ৪৫০ টাকা নিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম চাল বিতরণ করেন।

এছাড়া নতুন কার্ড করে দেওয়ার নামে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ২৫০ টাকা করে আদায় করেন। ৪০১ জন কার্ডধারীর জন্য বরাদ্দকৃত ১২ টন ৩০ কেজি চালের মধ্যে ৫২ জনকে চাল বিতরণের পর এ অনিয়ম ধরা পড়ে।

স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে জানালে, তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং দুই জনকে আটক করে গলাচিপা থানায় সোপর্দ করেন।

গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আমি গলাচিপার বাইরে আছি। এ ঘটনায় উপ-খাদ্য পরিদর্শক মো. নুর আলম বাদী হয়ে মামলা করবেন। অভিযুক্তের ডিলার বাতিল করা হবে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, এ বিষয়ে গলাচিপা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এবিষয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সি বলেন, অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও