শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসক-স্টাফদের কর্মবিরতি

আগস্ট ১৮ ২০২৫, ১৬:৩১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা একই দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। পরে হাসপাতালের সামনে মানববন্ধন করেন তারা। অন্যদিকে স্বাস্থ্যসেবা সংস্কার এবং শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে স্বাস্থ্যসেবা উন্নয়ন আন্দোলনের শিক্ষার্থীরা। উল্লেখ্য, রোববার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের কর্মসূচি চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে আন্দোলনকারী শিক্ষার্থী ও হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেন। গত ২৩ দিন ধরে স্বাস্থ্যসেবা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও