বাচ্চা পোলাপান ৪২ দিন আন্দোলন করে বলে সবই নাকি তারা -এড. সজল
আগস্ট ১৭ ২০২৫, ১৯:১৬
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, বিএনপি’র নেতাকর্মীরা গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে। অনেক কষ্ট সহ্য করেছে। এখন কিছু বাচ্চা পোলাপান ৪২দিন আন্দোলন করে বলে বাংলাদেশের সবই নাকি তারা।
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী সরকারী কলেজ মসজিদ মাঠে গৌরনদী-আগৈলঝাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে সন্তান গিয়েছে আন্দোলনে সেই সন্তানের পিতা বিএনপি করে। বিএনপি পিতা তার সন্তানকে আন্দোলনে পাঠিয়েছেন। ওই সব শিশুরা নিজেদের চেহারার দিকে তাকিয়ে কথা বলেনা। তিনি আরও বলেন, অর্ন্তবর্তীকালীণ সরকারের প্রধান উপদেষ্ঠা ড. মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষনা দিয়েছেন। কিন্তু গত দুই-তিনদিন আগে এক বাছুর বলে ফেললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেনা। আমরা এই সভা থেকে বলতে চাই বাংলাদেশ তোমার পৈত্রিক সম্পত্তি নয়। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে; সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
তৃনমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপি নেতা সজল বলেন, আগামী নির্বাচনে এ আসন থেকে কমপক্ষে ১০জন মনোনয়ন চাইবেন। কিন্তু দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে অর্থাৎ ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। নিজেদের মধ্যে কেউ কাউকে আঘাত না করে বিএনপিকে সংগঠিত করার জন্য যা যা করা দরকার তা করা হবেও বলেও তিনি উল্লেখ করেন।
পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব ভিপি মোঃ সেলিম হোসেন। শেষে বিএনপি’র বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ২৪ গণঅভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।









































