সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আবু তালেব এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান

আগস্ট ১২ ২০২৫, ১৯:৪৬

 উজিরপুর প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা কর্ম পরিষদের সদস্য মরহুম আবু তালেব এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১১ আগষ্ট সোমবার বিকেল ৪ টায় কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ব্যাপক আয়োজনে মরহুম শিক্ষক আবু তালেব এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় মাদ্রাসার এডহক কমিটির সভাপতি সৈয়দ জলিল এর সভাপতিত্বে ও বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আঃ হালিম হাওলাদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওঃ মুখতার হোসাইন,বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান ডিটু,বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সপন ফকির,শিক্ষকবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

দোয়া মোনাজাতের মাধ্যমে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও নিহতের পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। উল্লেখ্য ৮ আগষ্ট শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়ে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আবু তালেব তার নীজ বাড়ি মোড়াকাঠী গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য রওয়ানা হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বন্দরের রাস্তা পাড়াপাড় করার সময় ঘাতক মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে শিক্ষক আবু তালেব গুরুত্বর আহত হন। স্থানীয়দের সহায়তায় ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। এছাড়া দোয়া অনুষ্ঠানের পূর্বক্ষনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতাকালে অত্র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি সৈয়দ জলিল, অধ্যক্ষ মাওঃ মুখতার হোসাইন,প্রভাষক আঃ হালিম হাওলাদার ও সৈয়দ মেহেদী হাসান ডিটু আবেগে আপ্লূত হয়ে পরেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও