নগরীতে মা ও মেয়ের উপর হামলার অভিযোগ

আগস্ট ১১ ২০২৫, ২০:৪৮

নিজস্ব প্রতিবেদক: জমি জমার বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মা ও মেয়ের উপর পরিকল্পিত ভাবে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় অপর এক ব্যক্তির বিরুদ্ধে।

ঘটনাটি রোববার (১০ আগস্ট) সন্ধ্যার পরে বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ড সিএন্ডবি রোর্ড এলাকার কাজিপাড়ার আফসানা মঞ্জিলের সামনে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগীর ২২ নং ওয়ার্ড ইউনিট সভাপতি মোঃ শহিদুল ইসলামের স্ত্রী মোসা মাসুমা খাতুন (৪৫) ও মেয়ে সানজিদা ইসলাম (২৫) কে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত সানজিদার বাবা শহিদুল ইসলাম জানান, প্রায় ৩০ বছর আগে আমি কাজিপাড়া এলাকায় জমি ক্রয় করি।

আমার জমির পিছনের থাকা জমি চার বছর আগে বিএনপির মজিবুর রহমান স্বপন ক্রয় করেন। কিন্তু হঠাৎ এক মাসপূর্বে আমার রেকডিও দখলকৃত জমি জোরপূর্বক দখল করার পায়তারা চালায় বিএনপির মজিবুর রহমান স্বপন। তখন আমি বাধা দিলে আমার সাথে কথাকাটাকাটির হয়।

সেই থেকে স্বপন আমার এবং আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে থাকে। তারই জের ধরে গতকাল রোববার সন্ধ্যার পরে স্বপন তার দলবল নিয়ে আমার ক্রয়কৃত জমিতে সিমানা বেড়া দেওয়ার চেষ্টা চালালে আমি ও আমার পরিবারের সদস্যরা এতে প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালিয়েছে বলে জামায়েতের নেতা শহিদুল অভিযোগ করেন।

তার স্ত্রী ও মেয়ের উপর হামলার চালানোর অভিযোগ করেন একই এলাকার বিএনপির মজিবুর রহমান স্বপন ও তার ছেলে জাবেদ, ভাইয়ের ছেলে জিসান, জিহাদ, আরমান, মেহেদি হাসান, শপন তালুকদার এর ছোটো ভাই মামুন তালুকদার এর বিরুদ্ধে। তবে ঘটনাটি নিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় উভয় পক্ষ অভিযোগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও