চাঁদাবাজি মামলায় বরিশালে স্বেচ্ছা সেবকদল নেতা কারাগারে

আগস্ট ০৮ ২০২৫, ১৮:০১

বরিশাল  ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলি বাজারে চাঁদা দাবি করে হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী-১ আদালতের বিচারক নুরুন নাজনীন এ আদেশ দেন। আসামি সাজ্জাদ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহে আলমের ছেলে বরিশাল জেলা স্বেচ্ছা সেবক দলের সহ-সাধারন সম্পাদকশেখ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ।

এর আগে মামলা দায়েরের পর আদালতের বিচারক মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। মামলার ৮ জন আদালত উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। কিন্তু সমন জারিতে প্রধান আসামি শহিদুল ইসলাম সাজ্জাদ আদালতে উপস্থিত না হওয়ায় কারনে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেয়। বৃহস্পতিবার সাজ্জাদ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক কারাগারে প্রেরনের আদেশ দেন। পরে সাজ্জাদকে কোর্ট পুলিশ কারাগারে প্রেরন করেন।

অভিযুক্তরা হলেন বরিশাল ৩নং চরবাড়িয়া ইউনিয়নের যুবদল আহ্বায়ক বশির (৩৫),সহিদুল ইসলাম সাজ্জাদ(৩০) মোঃ মিজান (৩০), মোঃ আল আমিন হোসেন (৩২) নুর ইসলাম (নুরু) (৫২), মেহেদী হাসান (৩১),সজিব (২৮)মোঃ জাফর(৩৫), মামলা সূত্রে জানা ২০২৪ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তালতলী বাজারে ‘হাফসা সুপার মার্কেটে’ ওই চাঁদা দাবি সহ হামলা-ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালের ১ জানুয়ারি বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে নামধারী ৯ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন- বরিশাল কাউনিয়া থানার অন্তর্ভুক্ত চরবাড়িয়া গ্রামের হাতেম আলী হাওলাদারের ছেলে মামুন হাওলাদার।

দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কাউনিয়া থানার এসআই মোঃ হাবিবুর রহমান ২০২৫ সালের ২৪ মে দায়েরকৃত মামলার ৯ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন।

চাঁদা দাবি করে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, বিষয়টি শুনেছি এবং কিছু লোক আমাকে হোয়াটসঅ্যাপ দিয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহন করবো। তবে দলের নাম ভাঙ্গয়ে কেউ চাঁদাবাজি করেছে তা প্রমান হলে কোন ছাড় নেই।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবদুল আল মামুন, বিষয়টি আমরা জেনেছি। তবে ঘটনাটি তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বিষয় জেনে পরে আমরা আপনাকে জানাচ্ছি।

বরিশাল জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি বলেন আমি বিষয়টি শুনেছি দলীয় সিদ্ধান্ত অমান্য করে যদি অপরাধ করে তার বিরুদ্ধে দলীয় শৃখলা ভঙ্গের দ্বায়ে ব্যবস্থা নেওয়া হবে। স্বেচ্ছা সেবকদলের নেতার চাঁদাবাজির ঘটনাটি বরিশাল জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও