মাদক বিক্রেতার এক বছরের কারাদন্ড

আগস্ট ০৭ ২০২৫, ২২:৪১

স্টাফ রিপোর্টার ॥ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাদক বিক্রেতাকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের গৌরনদী সার্কেলের সাব ইন্সপেক্টর ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার বাঙ্গিলা এলাকার মাদক বিক্রেতা সবুজ সরদারের (৪৫) বাসায় অভিযান চালিয়ে একশ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত সবুজ ওই এলাকার মৃত খাদেম আলী সরদারের ছেলে।

আটককৃতকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের বিচারক মাদক বিক্রেতা সবুজকে এক বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও