বরিশালে ওয়াশ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধান নিয়ে সভা

আগস্ট ০৭ ২০২৫, ১৩:৫৫

বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে থাকা সকল ওয়ার্ড সহ স্ল্যাম এলাকার স্থানীয় কমিউনিটি’র নেতৃবৃন্দের সাথে নগরের স্যানিটেশন-ওয়াশ ও পানির ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে আলোচনা সভা এবং দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) নগরীর আমিরকুটি এলাকার আভাস ট্রেনিং সেন্টারে এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় ফানসা নেটওয়ার্কের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ ও  সভা অনুষ্ঠিত হয়।
নগরের প্রতিটি ওয়ার্ডে স্যানিটেশন-ওয়াশ ও পানির ব্যবস্থা উন্নত করতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক,  সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, নারীনেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে ওয়াশ ব্যবস্থা সমাধানের বিষয় তুলে ধরে সভায় অশংগ্রহন করা নারী পুরুষদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা সজল পান্ডে,পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী, পানি শাখার সহকারী ইন্জিনিয়ার আনোয়ার হোসেন খান, উন্নয়ন সংস্থা ‘চন্দ্রদ্বীপ সোসাইটি’-এর নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্না, আভাসের প্রোগ্রাম ডিরেক্টর আফরোজা বিলকিস।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ দাস ও প্রজেক্ট অফিসার কান্তা দে।
সভায় বক্তরা সিটি কর্পোরেশনের ওয়াশ পরিষেবা আরও উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণমূলক মনিটরিং ব্যবস্থার জোরদার করার পরামর্শ দেন।
পাশাপাশি নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ স্যানিটেশন সেবা নিশ্চিত করা। ওয়াশ সমস্যা ও কমিউনিটির অধিকার বিষয়ে সেবা প্রদানকারীদের অবহিত করা।সিটি কর্পোরেশন ও কমিউনিটির অংশগ্রহণমূলক সক্ষমতা বৃদ্ধি করার দাবিও জানান তারা।
এছাড়াও স্লাম এলাকার ওয়াশ সমস্যা সমাধানে সরকার, এনজিও, এবং স্থানীয় জনগণের সাথে একত্রে কাজ করার আহবান জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও