গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মুলাদীতে বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশে

আগস্ট ০৬ ২০২৫, ১৩:০৫

Oplus_16908288

বরিশাল : ছাত্র জনতার গন অভ্যুত্থানে ফ্যাসীবাদ-স্বৈরাচারী-গনহত্যাকারী শেখ হাসিনার পতনের বর্ষপূর্তী উপলক্ষে বরিশালের মুলাদীতে বিজয় র‌্যালী ও শোভাযাত্রা-সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।

আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে মুলাদী পৌরসভা সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ের সামনে থেকে বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, সাবেক উপজেলা বিএনপির  সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ ছত্তার খানের নেতৃত্বে বিশাল একটি বিজয় মিছিল বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

বিজয় মিছিল শেষে মুলাদী পৌর সভা মাঠ প্রাঙ্গনে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ প্রধান অতিথি বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সিনিয়র সদস্য ছত্তার খান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার এক বছর শেষ হওয়ায় বরিশালের মুলাদী বিএনপির আয়োজনে বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালী করা হয়েছে।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের উপর অনেক জুলুম নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন দেশ ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অনেক ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ আমরা সেই শহীদদের প্রাণ ভরে স্মরণে এই বিজয় মিছিল বের করা।

ছত্তার খান আরো বলেন,ফ্যাসিবাদী দুঃশাসনের অনুকরণে বিএনপির কেউ যদি গডফাদার সংস্কৃতির প্রবর্তন করতে চায় তাদের চিহ্নিত করে দল এবং আইনের মুখোমুখি করার জন্য আমাদের অভিভাবক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের দুর্বৃত্তায়নকে আমরা মোকাবিলা করবই। মুলাদী বিএনপিতে কোন ফ্যাসিবাদীকে জায়গা দেওয়া হবে না।

বিজয় র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আবিদুর রহমান শরিফ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদ মনজুর হোসেন হাওলাদার, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান বেল্লাল, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রুহুল আমিন খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকমী বৃন্দরা।

২০২৪ জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এই বিজয় মিছিল সফল করতে সকাল থেকে  মুলাদী উপজেলার বিভিন্ন স্থান ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিজয় মিছিলে অংশ নেয়।

বিজয় র‌্যালী ও শোভাযাত্রায় নেতৃবৃন্দ শ্লোগানে শ্লোগানে বলেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও