বরিশালে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী
আগস্ট ০২ ২০২৫, ২০:১৩
বরিশাল: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আওতায় ঘোষিত ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ এবং ‘Mothers of July’ সহ জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী আজ (শনিবার) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, যার সন্তান চলে গেছে সেই জানে বেদনা কতটুকু। একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে জুলাই মায়েদের সন্তানরা জীবন উৎসর্গ করেছেন। সেই মায়েরা তখনই আত্মতৃপ্তি অনুভব করবেন, যখন তারা দেখবেন দেশে চাঁদাবাজি, মাদক, বৈষম্য, ইভটিজিং ও নারী নির্যাতনের মত সমস্যাগুলো আর নেই এবং দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে। কিন্তু আমরা যদি সেই বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে না পারি, তবে তাদের মন সারাজীবন ব্যথিত থেকে যাবে। তাদের সন্তানরাতো একদিন ডাক্তার, প্রকৌশলী, ফুটবলার কিংবা একজন আদর্শ রাজনীতিক হতে পারতেন। কিন্তু তারা দেশের জন্য জীবন দিয়েছেন, এ আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন নতুন প্রজন্ম এবং তাদের গড়ে তুলতে হবে আদর্শ মানুষ হিসেবে। এর জন্য রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ব্যক্তি সংস্কারও প্রয়োজন। তরুণদের পড়ালেখায় মনোযোগী হতে হবে, মানবিক গুণাবলি বিকাশ করতে হবে। নিজেদের ভিতর দেশপ্রেমকে জাগিয়ে তুলতে পারলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। রাষ্ট্র গঠনের দায়িত্ব যাদের হাতে তাদের উপর যত বাধা-বিপত্তি আসুক পিছিয়ে গেলে চলবে না। জুলাই শহিদরা যে বৈষম্যহীন, দুর্নীতি এবং স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশালের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ। এসময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যগণ, জুলাইয়ের মায়েরা, ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।









































