আজ (৩১ জুলাই) বৃহস্পিতিবার সন্ধায় বরিশাল এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া সড়ক বিল্লাবাড়ি এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
লিটুর সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ট হয়ে পরে এলাকার মানুষ। এঘটনায় গুরতর আহত লিটুর বোন মুন্নি বেগম ও মা দুইজন ।
বিস্তারিত আসছে….









































