বরিশালে মধ্যযুগীয় কায়দায় কুকুর হত্যা
জুলাই ২৯ ২০২৫, ১৮:৫৬
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে ও পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে হত্যা করেছে স্থানীয় কিছু বখাটে ছেলে।
সোমবার বিকেলে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পথে ঘাটে ঘুরে বেড়ানো একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে প্রকাশ্যে হত্যা করেছে বখাটেরা। এই ঘটনা ভিডিও করে স্থানীয় মোজাম্মেল হোসেন মোহন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেয়। এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মানবিক মানুষরা।
এরপর বিষয়টি বাকেরগঞ্জ থানার ইউএনও, বাকেরগঞ্জ থানার ওসি, প্রাণি সম্পদ কর্মকর্তাদের জানান স্থানীয়রা। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অভিযুক্তদের আটকে ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে। তাদের আটক করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ঘটনাটি আমি শুনেছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে।









































