ববি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে মানববন্ধন
জুলাই ২৯ ২০২৫, ১৮:৩২
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধিকরণ ও নিরাপদ পরিবহন পুলের নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে গ্রাউন্ড ফ্লোরে এই কর্মসূচি হয়। এরপর শিক্ষার্থীরা দাবির স্বপক্ষে গণস্বাক্ষর কর্মসূচি করে।
এসময় ববি শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায়ের সঞ্চলনায় বক্তব্য দেন, ভূমিকা সরকার, অমিও, মো. জিসান, আবু বকর সিদ্দিক, এস.এম. ওয়াহিদুর রহমান, মাইনুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কীর্তনখোলা নদীর তীরে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছরেও শ্রেণিকক্ষ সংকট কাটেনি।
১. বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রয়োজন অন্ততঃ ৭৫টি কক্ষ; কিন্তু আছে মাত্র ৩৬টি।
২. কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।
৩. শ্রেণিকক্ষ ও শিক্ষকসংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে। প্রয়োজনীয় অবকাঠামোও গড়ে ওঠেনি।
নানা সংকটের মধ্যেই পড়াশোনা চালিয়ে নিতে হচ্ছে। আবাসন, পাঠদান কক্ষ, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকট প্রকট। এর মধ্যে বেশি ভোগাচ্ছে পাঠদান কক্ষ সংকট। অবকাঠামোগত সংকটে শুধু শিক্ষার্থীদের নয়, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমও চরমভাবে ব্যাহত হচ্ছে। একটি গুচ্ছ ভবনেই চলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।
শিক্ষকদের অফিস কক্ষ, ল্যাব ও প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কক্ষসংকট থাকায় বিভিন্ন কার্যক্রম মুখ থুবড়ে পড়ার দশায় আছে। পরিবহন পুলের সমস্যা আমাদের যেন পিছু ছাড়ছে না।
প্রতিদিন জীবনের ঝুঁক নিয়ে ফিটনেস বিহীন গাড়িতে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। তাই দ্রুত সংকট দূর না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় শিক্ষার্থীরা।









































