বরিশালে বেড়েছে নদ-নদীর পানি ॥ থেমে থেমে বৃষ্টি, ডুবেছে সড়ক

জুলাই ২৮ ২০২৫, ১৭:৪১

বরিশাল ॥ বরিশালে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়া ও প্রবল বর্ষনে নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। বরিশালের কীর্ত্তনখোলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডে উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম।

এক ঘন্টার প্রবল বর্ষনের ফলে নগরীর কাকলির মোড়, বগুড়া রোড, সদর রোড, ফকির বাড়ী রোড, বটতলা এলাকা, নবগ্রাম রোড, ভাটিখানা,পলাশপুরের মোহাম্মাদপুর সহ বিভিন্ন এলাকা হাটু পানিতে তলিয়ে যায়। এব্যাপারে নগরবাসী নিচু রাস্তা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছে।

আবহাওয়া অফিস ইনচার্জ আনিছুর রহমান জানান, সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বরিশাল ৯০ মিলিমিটিার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আগামী দু-তিন দিন বৃষ্টি অব্যাহত থাকবে, তবে এর মাত্রা কিছুটা কমবে। সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত না থাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে, তাই সকাল থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে লঞ্চ চলাচল যথারীতি অব্যাহত রয়েছে। তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হয়েছে। থেমে থেমে হালকা বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়ছে। এতে তাদের আয়ের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও