উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া
জুলাই ২৫ ২০২৫, ১২:৫৭
উজিরপুর প্রতিনিধিঃ,বরিশাল জেলার উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান বিধ্বস্তে নিহত শিক্ষক,শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উজিরপুর পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলুসহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর পৌর বিএনপির অফিস কার্যালয়ে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষক,শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা,শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উজিরপুর পৌর বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে উজিরপুর পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ সহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।









































