আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটা!
জুলাই ২৪ ২০২৫, ২২:০১
বরিশাল ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়ায় দুই ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটার অভিযোগ উঠেছে অপর ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে আগৈলঝাড়া বাইপাস পেট্টোল পাম্পের সামনে ঘটনাটি ঘটেছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউনিয়ন ছাত্রদল নেতা রুবেল হাওলাদারকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করেন। অপর আরেক ছাত্রদল নেতাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে আগৈলঝাড়া থানার এস আই সোমেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
আহত রুবেল হাওলাদার আগৈলঝাড়া উপজেলার রাংতা ইউনিয়নের রাজিহার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক।
আহত ছাত্রদল নেতা রুবেলের বড় ভাই রাসেল হাওলাদার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শক্রতার জের ধরে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এম নাঈমুল রহমান তার বাহিনী নিয়ে আমার ছোট ভাই রুবেলের উপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন।
অন্য প্রকাশে অনিচ্ছুক উপজেলার ছাত্রদলের এক নেতা বলেন, আগৈলঝাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসি। উপজেলায় এসে দেখতে পাই তিনি একটি প্রোগ্রামে গিয়েছেন। পরে আমরা নেতাকর্মীরা এলাকায় মাদক বিরোধী একটি সমাবেশ করার জন্য নিজেরা আলোচনা করি। আলোচনা শেসে বাড়ি ফেরার পথে উপজেলার ছাত্রদল নেতা নাঈমুল তার লোক ছাত্রদল নেতা শাওন ফকির, হাসান সরদার, আকাশ ফকির সহ আরে কয়েকজনকে নিয়ে পরিকল্পিত ভাবে রুবেলের উপর হামলা চালায়।
তিনি আরো বলেন, হামলাকারীদের হামলায় রুবেল মাথায় গুরুত্বর আঘাত পান। বর্তমানে রুবেল হাসপাতালে চিকিৎস্বাধীন অবস্থায় রয়েছে। এঘটনায় আগৈলঝাড়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
অন্যদিকে অপর ছাত্রদল নেতা হাসান সরদার জানান, ছাত্রদল নেতা রুবেল হাওলাদার পূর্ব বিরোধের জের ধরে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে হামলা করতে গিয়েছিল। একটু পরে দেখি রুবেলকে মেরে মাটিতে ফেলে রেখেছে।
আহত ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পরে উপজেলার বাইপাস সড়কে মেসার্স আগৈলঝাড়া ফিলিং ষ্টোশন সংলগ্ন স্থানে বসে এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে উপজেলা ছাত্রদল যুগ্ন-আহবায়ক নাইমউল ইসলাম, হাসান সরদার ও শাওন ফকিরের সাথে রাজিহার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক রুবেল হাওলাদারের সাথে কথা কাটাকাটি হচ্ছে। কথাকাটাকাটির এক পর্যায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ ১০-১২টি মটরসাইকেলে ২০-২৫জন ঘটনাস্থলে পৌছালে ছাত্রদল নেতা রুবেল হাওলাদার উত্তেজিত হয়। এর একপর্যায় নাইমউল ইসলাম ও তার সহযোগীরা পাশ্ববর্তী মটরসাইকেল গ্যারেজ থেকে হাতুড়ি এনে রাজিহার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক রুবেল হাওলাদারের উপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। বাধাঁ দিতে গেলে বাগধা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুহিম মিয়াকেও পিটিয়ে আহত করেন তারা।
বিষয়টি জানার জন্য অভিযুক্ত নাইমউল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে তার সাথে থাকা ছাত্রদল নেতা হাসান সরদার জানান, ছাত্রদল নেতা রুবেল হাওলাদার পূর্ব বিরোধের জের ধরে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে মারতে গিয়েছিল। একটু পরে দেখি রুবেলকে কারা যেন মেরে মাটিতে ফেলে রেখেছে। তবে আমরা কোন হামলা চালাইনি তার উপর।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, মারামারি সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসআই সৌমেন বিশ্বাসকে পাঠিয়ে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। কেউ লিখিত অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।









































