বরিশালে ৬ দফা দাবি বাস্তবায়নে মহাসড়ক অবরোধ
জুলাই ২২ ২০২৫, ২০:০৮
মহাসড়কে এই অবরোধের কারণে বরিশাল থেকে ঢাকা সহ অন্যান্য রুটে সব ধরনের যান বাহন চলাচল বন্ধ থাকায় সড়কের দু’পাশে গাড়ির জ্যাম সৃষ্টি হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। অপরদিকে রাজধানীতে মাইস্টোনস্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের সঠিক পরিসংখ্যান জানাতে হবে। বিমান বিধ্বস্তের ঘটনায় প্রকৃত মৃতের মরদেহ গুম ও তথ্য গোপন রাখা চলবে না। অনতিবিলম্বে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত এবং নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে সরকারের পক্ষ থেকে।
এছাড়া কতজন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিলেন, আর কেউ নিখোঁজ আছে কি না, সেটার সঠিক তালিকা প্রকাশ করতে হবে। শিক্ষকদের গাড়ে হাত তোলা সেনা সদস্যের ক্ষমা চাইতে হবে। সহ ৬ টি দাবি বাস্তবায়নের জন্য তারা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।









































