যত বাধাই আসুক ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ব

মার্চ ৩১ ২০২৫, ১৩:০৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস বলেছেন, যত বাধাই আসুক ঐকবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ব। সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে মুসল্লিদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ করে দিয়েছেন যেসব শহীদরা, যারা আত্মাহুতি দিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছেন। এ দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছেন তাদের স্বাভাবিক জীবনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে , প্রতিটি বাজারে , প্রতিটি গঞ্জে , প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা ঈদের জামাতে শরীক হওয়ার সুযোগ পাননি, তাঁদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের মা বোনেরা, যারা ঘরে আছেন , তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা , যারা বিদেশে আছেন, সারা বছর কষ্ট করেন, আজকে হয় তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাঁদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি।‘

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও