বেশি দামে ভোজ্যতেল বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা

ফেব্রুয়ারি ২৩ ২০২৫, ২০:৩৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নগরের মোমিন রোডের মেসার্স শরীফ স্টোরে ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুদ এবং বেশি দামে বিক্রি করায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে সয়াবিন তেলের বোতলগুলো ন্যায্যমূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত বাজার তদারকি কার্যক্রমে এ জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

সূত্র জানায়, রহমতগঞ্জের আব্দুস সাত্তার সড়কের স্বপন স্টোরে ভোজ্যতেলের সংকট দেখিয়ে বাসায় তেল মজুদ এবং এমআরপি মুছে বেশি দামে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোমিন রোডের মেসার্স ঝাল বিতানে খাদ্যপণ্যে নিষিদ্ধ উপকরণ ব্যবহার করায় ৩ হাজার টাকা এবং হক স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না হয় সে বিষয়ে সতর্ক করেন অধিদপ্তরের কর্মকর্তারা। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফয়েজ উল্যাহ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও