ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আজ

ফেব্রুয়ারি ১৪ ২০২৫, ১৪:০৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ অনুষ্ঠিত হচ্ছে লাখো মুসল্লির উপস্থিতিতে বৃহৎ জুমার নামাজ। ইতোমধ্যে ইজতেমায় যোগ দিয়েছেন মাওলানা স্বাদ কান্ধলভীর দুই ছেলে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বৃহৎ এ জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা স্বাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমার নিজামউদ্দিন অনুসারি দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহৎ জুমার নামাজ উপলক্ষ্যে ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। দুপুর দেড়টায় খুতবা শুরু হবে। এরপরই জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা স্বাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হন বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। ময়দানে পৌঁছে দীর্ঘ দোয়ায় অংশ নেন তারা। এসময় উপস্থিত সাথীরা কান্নায় ভেঙে পড়েন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও