মির্জাগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ মজুত করায় ১৭২ কেজি জব্দ

নভেম্বর ০২ ২০২৪, ১৯:৩৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ মজুত করায় ১৭১.৫০ কেজি জব্দ করা হয়েছে। সাথে উদ্ধার করা হয়েছে ইলিশ মাপার একটি ডিজিটাল দাঁড়িপাল্লা ও সংরক্ষণ করার একটি ডীপ ফ্রিজ।

মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এর নেতৃত্বে শনিবার (২ নভেম্বর) দুপুরে পুলিশ,সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে, উপজেলার ৫ নং কাঁকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামের মৃত আজাহার মৃধার ছেলে মোখলেজ মৃধা (৪৫) এর ঘরে ব্যাপক পরিমাণ ইলিশ মাছ মজুত করা হয়েছে।

কিছু সংখ্যক অসাধু জেলে এসব মাছের যোগানদাতা। উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ পুলিশের অভিযান সত্ত্বেও ইলিশ ধরার মতো দুঃসাহসিক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

আরো জানতে পারে,মাছ শিকারের পর,নদী তীরবর্তী এলাকার বাড়ির মধ্যে বাজার বসিয়ে এবং কখনও নদীর পাড়েই প্রকাশ্যে বিক্রি করছে।

এসবের উপর ভিত্তি করে বেলা একটার দিকে মোখলেচ মৃধার বাড়িতে গেলে তাঁর ঘর বাইর থেকে তালাবদ্ধ পাওয়া যায়। প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পর উপস্থিত সবার সামনে তালা ভেঙে ঘরের ছাদে একটি কক্ষে রাখা ১৭১.৫০ কেজি ইলিশ,একটি ডিজিটাল দাঁড়িপাল্লা ও একটি ডীপ ফ্রিজ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা,এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, মা ইলিশ ও ইলিশ সম্পদ রক্ষায় প্রতিদিনই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে আমাদের অভিযান ৩ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও