কুয়াকাটা সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

সেপ্টেম্বর ২৯ ২০২৪, ২০:০৪

কুয়াকাটা প্রতিনিধি।। কুয়াকাটা সমুদ্র সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করেছে প্রায় দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীরা। রবিবার শেষ বিকেলে কুয়াকাটা চার রাস্তার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন ঘরামী, কৃষক দলের সভাতি খন্দকার আলী হোসেন, জিএম গনি। ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মো: রুমী শরীফ, পল্লী চিকিৎসক আ: হালিম, মো: জাফর মৃধা প্রমুখ।

এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করে বার বার উচ্ছেদ করা হচ্ছে। এতে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা আরো বলেন, এনজিও থেকে লোন এনে যখনই ব্যবসা শুরু করেছে তখনই তাদের ভেঙে দেয়া হয়েছে। অথচ যারা সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা করেছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হযনি। তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে পুনর্বাসন করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন না করে উচ্ছেদ না করার দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও