ঝালকাঠিতে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ

আগস্ট ১৬ ২০২৪, ১৯:২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. সুমন গাজী (ইব্রাহিম)। সুমন গাজী লিখিত অভিযোগে বলেন, তিনি একজন গরিব মানুষ, ঝালকাঠি কলেজ মোড় এলাকায় কোনো রকমে ছোট একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করেন। ছাত্রলীগ এবং যুবলীগ নেতা ঝালকাঠি কলেজ মোড়ের বাসিন্দা আমিন হাওলাদার ও শামীম হাওলাদারসহ অজ্ঞাতপরিচয় ৫-৬ জন সন্ত্রাসী এক-দেড় মাস আগে আমার কাছ থেকে চাঁদা হিসেবে ১০ হাজার টাকা নেয়।

তিনি বলেন, উল্লেখিত ব্যক্তিরা ১৩ আগস্ট দুপুর ১ টায় তাকে আবারও হুমকি ধমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে দোকান ছেড়ে দিতে হবে ও ঝালকাঠি এলাকা ছেড়ে চলে যেতে হবে বলে হুমকি দেন। তাকে খুন ও গুম করারও হুমকি দেন আমিন-শামীম।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও