ঝালকাঠিতে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু
জুলাই ১৪ ২০২৪, ১৬:৩০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ‘আর্থিক সুরক্ষার লক্ষে গড়ে তুলি সচেতনতা’এই শ্লোগানকে সামনে রেখে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঝালকাঠি শাখায় গ্রাহক সচেতনতা সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে শহরের কাপুড়িয়া পট্টি সড়কে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঝালকাঠি শাখায় প্রজেক্টরের মাধ্যমে গ্রাহকদের সচেতনতামূলক তথ্য চিত্র দেখানো হয়।
এর মধ্যে ঋণ পরিশোধে গ্রাহক এবং প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারের করণীয়। এছাড়াও আমানতকারী, ঋণ গ্রহীতা ও ঋণের জামিনদারদের দায়-দায়িত্ব এবং সংবেদনশীল তথ্যের গোপনীয়তা বজায় রাখতে করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়।
ফাইন্যানসিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এ কর্মসূচির আয়োজন করে। গ্রাহক সচেতনতা সপ্তাহের এ কার্যক্রম আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।









































