ঝালকাঠিতে শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম

জুন ২৪ ২০২৪, ১৯:২৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ও পূর্বের শত্রুতার জেরধরে আশি বছর বয়সী এক বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ঝালকাঠি থানা পুলিশের সহযোগীতায় রক্ষা পেয়েছে। এ’ ঘটনায় ঝালকাঠি থানায় ভুক্তভোগী পরিবার একটি এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানাযায়,‘ঝালকাঠি জেলাধীন ৫নং কীর্তিপাশা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুলতান মুন্সির ছেলে মোঃ হানিফ মুন্সির ঘরের টিন প্রতিবেশী মজিবর ধান মাড়াই করতে নেওয়ার সময় ভ্যান গাড়ীর সাথে বাজিয়ে ছুটে ফেলায়।

এ সময় হানিফ মুন্সি, মজিবরের কাছে টিন ছুটে ফেলার বিষয় জিজ্ঞেস করলে মোঃ নাঈম,মোঃ জাকির হোসেন,মোঃ মিরাজ হাওলাদার,মোঃ সাইফুল হাওলাদার,মোঃ আকাব্বর হোসেন,মোঃ মোস্তফা হাওলাদার,স্বপন হাওলাদার, মোঃ খোকন,সফিকুল হক সেলিম, রেকসনা বেগম, লাবলী বেগম, রুজিনা বেগমসহ অজ্ঞাতনামা ৮/১০ জন মিলে হানিফকে মারধর করেন।

হানিফ মুন্সির চিৎকার শুনে ঘটনা স্থানে তার মা রাশিদা বেগম ছেলেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু প্রতিপক্ষ মজিবর গংরা রাশিদা বেগমকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথার উপর ও ডান হাতে গুরুতর জখম করে বাসায় বন্দী করে রাখেন। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার সরকারি ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ঝালকাঠি থানা পুলিশের সহযোগীতায় ঝালকাঠি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রাবিয়া আক্তার সুমি বলেন, ২০১৭ সালের (১৪মে) আমার ছোটো ভাই নয় বছর বয়সী শিশুকে চুরির অপবাদ দিয়ে বস্তায় ভরে অমানবিক নির্যাতনের করেন। এবিষয়ে ঝালকাঠি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছিলো। এ’ঘটনায় দু’পক্ষই এজাহার দিয়েছে, ঘটনা স্থান থেকে দু’পক্ষের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও