বরিশালে বিএনপির আলোচনা সভা ও দোয়া মোনাজাত

নভেম্বর ২০ ২০২২, ১৫:১৩

নিজস্ব প্রতিবেদক:  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্তরে জেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির, জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, জেলা (উত্তর) বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক এ এইচ এম তছলিম উদ্দিন সহ অন্যান্যরা।

আলোচনা সভার শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার রোগমুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

বিকেলে এ উপলক্ষে দলীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে মহানগর বিএনপি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও