বরিশাল মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান অনুষ্ঠিত

নভেম্বর ২০ ২০২২, ১৪:৩১

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান আজ রবিবার সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিন উদ্দিন। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা গল্প বলেন বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক)।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার লেলিন বালা। বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এ প্রজন্মকে গড়ে তোলার জন্যই সরকারের এআয়োজন।

পরাধীনমুক্ত অসম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধের অগ্রনায়ক জাতির পিতা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কারাগারে কাটিয়েছেন। তাঁর সন্তানেরা পিতার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। সন্তানদের জাতির জনকের সাথে দেখা করতে কারাগারের গেটে যেতে হতো।

জাতির জনক বাঙালির বিভিন্ন অধিকার আদায়ের জন্য আজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। এমন দেশদরদী নেতার দেশাত্ববোধের জন্য আমরা আজেকের স্বাধীন বাংলাদেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে স্বাধীনতা যুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় দশ জন বিজয়ীকে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও