ঝালকাঠিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মে ৩১ ২০২৪, ১৬:৪৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যার দিকে উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো সামিয়া আক্তার (৫) ও সাবিনা আক্তার (৬)।

সামিয়া আক্তারের বাবা জাকির হোসেন এবং সাবিনা আক্তারের বাবার নাম বাচ্চু হাওলাদার তারা দুজন আপন ভাই। দুজন উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামের বাসিন্দা। দুই চাচাতো বোন স্থানীয় মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

মৃত দুই শিশুর দাদা হারুন হাওলাদার বলেন, বিকেলে নাতিন সামিয়া ও সাবিনাকে কোথাও খুঁজে না পেয়ে একপর্যায়ে পুকুরের পাশে তার জুতা দেখতে পেয়ে পুকুরে নেমে সামিয়াকে খুঁজে পাই। এরপর আরও একজোড়া জুতা পুকুরের পাশে দেখতে পেয়ে ভালো করে খোঁজাখুঁজি করে সাবিনাকেও পাই। দুজনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, পানিতে ডুবে নিহতর খবর পেয়ে তাদের বাড়িতে গিয়েছিলাম। এ বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও