বরিশালে ৬০+ ওয়েলফেয়ার এসোসিয়েশন সংগঠনের যাত্রা শুরু

নভেম্বর ১৯ ২০২২, ১৮:৫৬

শামীম আহমেদ ॥ ফ্রি-চিকিৎসা,দুস্থদের সহযোগীতা,শিতার্থদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জ্ঞানমূলক বই বিতরন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড, রাষ্ট্রিয় কর্মসূচি পালন করার লক্ষ নিয়ে বরিশালে এই প্রথম ৬০+ (ষাটাদ্ধ)ওয়েলফেয়ার এসোসিয়েশন নামের ধুমপান মুক্ত সংগঠনের কার্যলয় উদ্ধোধন করা হয়েছে।

আজ শনিবার (১৯) নভেম্বর নগরীর আগুরপুর রোডস্থ এলাকায় এ সংগঠনের কার্যক্রম ও পথ চলা শুরু করেছে। সকালে দোয়া-মোনাজাতের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের উদ্ধোধন ও উদ্ধোধনী সভায় সংগঠনের সভাপতি (আমিরিকান) প্রবাশি মঈন আহমেদ বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন সাবেক এ্যাটনি জেনারেল এ্যাড,গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, বিএম কলেজ সাবেক অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, জাহিদুর রহমান দুলাল,মাইকেল মালাকার (রানা),নজরুল হুদা খান, গাজী কামরুল হোসেন নিলু,মুনসুরুল আলম বাদল,মাকসুদ আলম বেগ ও খন্দকার আবুল বাসার।

 

এসময় আরো উপস্থিত ছিলেন কাজী মিজানুর রহমান, এ্যাড ওবায়দুল্লাহ সাজু,ইঞ্জিনিয়ার হাবিব সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ব্যাক্তি বর্গ। পরে সংগঠনের সভাপতি ২জন সদস্যকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করে।

এর পূর্বে দুপরে ৬০+ওয়েলফেয়ার সংগঠন অফিসের ফিতা কেটে দ্বার উম্মোচন করেন মোসামৎ জাফরিন আহমেদ। অফিস উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করা সহ সন্ধায় সংগঠনের সকল সদস্য ও পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধা।

আর রাস্তায় ও কোন হোটেল রেস্তোরায় বসে সময় কাটানো নয় এবার এই বয়সে একটি নিদিষ্ট বন্ধু মহলের মাঝে পুরানো সম্পর্ক ও স্মৃতিধারন করে রাখার লক্ষে ২০১৯ সালে গোলাম কিবরিয়া সেলিম,মীর সাব্বির হোসেন শামীম,মাকসুদ আলম বেগ,জাহিদুর রহমান দুলাল ও মুনিবুর রহমান মনি এই ৫ জনে মিলে বিভিন্ন সামাজিক কর্মকান্ড শুরুর মাধ্যমে পথ চলা শুরু করে। বর্তমানে ৬০+ ওয়েলফেয়ার সংগঠনে ৫৫ জন সদস্য রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও