বাকেরগঞ্জে ভূমি এ্যাটেস্টশনের কাজে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
নভেম্বর ১৯ ২০২২, ১৮:৪৮
সংবাদদাতা,বাকেরগঞ্জ,বরিশাল: জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে বিরংগল মৌজার ভূমি জরিপের কাজে ঘুষ গ্রহন বন্ধ এবং তাদের নিজস্ব মৌজায় বসে এ্যাটেস্টশনের কাজ করার দাবিতে এলকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
শনিবার সকাল ১০ টায় বিরংঙ্গল দারুল সুন্নাহ দাখিল নেছারিয়া মাদ্রাসার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় লোকজন বক্তব্য রেখে জানান, গত বছর রঙ্গশ্রী ইউনিয়নের তিনটি মৌজায় জরিপের কাজ শুরু হলে তখন সার্ভেয়ার রাসেল, মাসুম, ফারুক, মঞ্জু, অসহায় কৃষকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
এবং টাকার বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করে দেয়। অনেকের থেকে টাকা নিয়ে দারিকৃত অর্থ না পেয়ে জমির পরচা দেয়নি।
বিরংগল মৌজার জমির মালিক আলম ভূইয়া জানান, জমি জরিপ শুরু হওয়ার পর থেকেই জরিপের কর্মকর্তারা ঘুষ দুর্নীতিতে জড়িয়ে পরে, এলাকার কিছু অসাধু দালালদের যোগসাজশে অসহায় গরিব মানুষদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়।
এখন এ্যাটেস্টশন স্ব-স্ব মৌজায় বসে কাজ করার কথা থাকলেও তারা বিরংগল মৌজা থেকে প্রায় সাত কিঃমিঃ দুরে অফিস ভাড়া নিয়ে কার্যক্রম চালাচ্ছে।
এতে এলাকার নিরীহ মানুষ দালাল ছাড়া তাদের এ্যাটেস্টশনের কাজ করাতে পারছে না। আর কাজ করাতে হলেই দালালদের হাতে তুলে দিতে হয় মোটা অংকের টাকা।
বর্তমানে ভূমি এ্যাটেস্টশনের কাজ ঐ মৌজায় না করে উপজেলার সাহেবগঞ্জ ভাড়া অফিসে গিয়ে কার্যক্রম শুরু করেছেন ভূমি জরিপের কর্মকর্তারা, ফলে এলাকাবাসীর আর্থিক ক্ষতিসহ হয়রানির শিকার হচ্ছে বলে তাদের দাবি।
এলাকার ভূমি মালিকদের দাবি ভূমি জরিপের কাজ উপজেলা শহরে বসে না করে যেন তাদের স্ব স্ব মৌজায় করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করে। মানববন্ধন শেষে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এ বিষয়ে রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার জানান, বিরংগল মৌজার লোকজন আমার কাছে এসেছে এবং তাদের দাবি ভূমি এ্যাটেস্টশনের কাজ যেন তাদের নিজেস্ব মৌজায় হয়।
এ বিষয়ে আমি ভূমি জরিপের কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করবো এমনকি তাদের থাকার ব্যবস্থাসহ সকল প্রকার সুযোগ সুবিধা দেয়ার কথা বলেছি কিন্তু এখনো যে তারা কেন এলাকায় এসে এ্যাটেস্টশন করেনা তা আমার জানা নেই।
এ বিষয়ে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা মোঃ জসিম জানান, এলাকাবাসীর দাবি আমরা শুনেছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা অনুমতি দিলেই মৌজায় গিয়ে এ্যাটেস্টশনের কাজ করবো।
আ/ মাহাদী









































