বরিশালে ভ্যবসা গরম, অবশেষে বৃষ্টি

মে ২০ ২০২৪, ১৮:৩৯

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশালে বেশকিছু দিন যাবত ভ্যবসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরুর পাশাপাশি আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে আছে। টানা কয়েকদিনের গরমে অস্বস্তিতে ছিল নগরবাসী।

তীব্রগরমে সবচেয়ে কস্ট পোহাচ্ছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। মাঝে মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও গরম অনুভুত হচ্ছে বেশ। সকাল থেকেই প্রচন্ড গরম অনুভূত হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের তীব্রতাও। তবে বেলা সাড়ে ১২টার পর থেকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরেছে।

কমেছে তাপমাত্রাও। বৃষ্টির সাথে হালকা বাতাস অনুভুত হয়। স্বস্তির বৃষ্টিতে ভিজতে দেখাযায় অনেককে। বরিশালের আবহাওয়া অফিস বশির আহম্মেদ জানিয়েছে, সোমবার দুপুর ১২ টা পর্যন্ত বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে রোববার বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ দুপুর আড়াইটা পর্যন্ত রেকর্ড অনুযায়ী বরিশালে ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরো কয়েকদিন থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হবে। তবে বৃষ্টি স্থায়ী হবেনা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও