বরিশালে আকাশ মেঘাচ্ছন্ন, তবুও কমেনি গরম
মে ১৯ ২০২৪, ১৭:২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: হিট অ্যালার্ট উঠে গেছে। তবুও গরম কমছে না বরিশালে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (১৯ মে) সকাল ১০টায় তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও বাতাসের আর্দ্রতা রয়েছে ৭৪ শতাংশ। তবে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ও বিকেলে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের আর্দ্রতা ৭৪ শতাংশ হওয়াতে ভ্যাপসা গরম পড়ছে। এ নিয়ে নগরীর বাসিন্দারা বলছেন, রোদ নেই তবুও গরম কমছে না। এজন্য জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ছে। কমেছে আয়।









































