তারেক রহমানের জন্ম বার্ষিকী পালনের বরিশালে বিএনপির প্রস্তুতি সভা

নভেম্বর ১৮ ২০২২, ২১:৪০

শামীম আহমেদ ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে ২০ই নভেম্বর সদররোডস্থ দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত সহ নগরীর প্রতিটি ওয়ার্ড বিএনপির আয়োজনে যোহরবাদ মিলাদ ও দোয়া মোনাজাতের কর্মসূচি ঘোষনা করেছে মহানগর বিএনপি আহবায়ক কমিটি।

আজ শুক্রবার রাতে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্ম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্বান্ত গ্রহন করা হয়।

মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু,যুগ্ম আহবায়ক আলহাজ্ব কে এম শহিদুল্লাহ।

এছাড়া আরো বক্তব্য রাখেন মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, সদস্য আল আমিন, সদস্য এ্যাড, আজাদ হোসাইন, সদস্য মঞ্জুরুল হক জিসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন,বরিশালের মহাসমাবেশ জন সমুদ্রে পরিনত হওয়ায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত খুশি হয়েছেন।

এছাড়া বরিশালের সমাবেশ আজ সারাদেশে একটি মাইলফলক হয়ে রয়েছে। এখন প্রতিটি সমাবেশ সহ দলীয় ফোরামে বরিশালের সমাবেশের কথা উঠে আসছে।

আমরা গত ৫ই নভেম্বর মহাসমাবেশ আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে বরিশালের সর্বকালের শেষ্ট্র মহা জন সমুদ্রে পরিনত করার জন্য সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।

এসময় ২০ই নভেম্বর তারেক রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে নগরীর প্রতিটি ওয়ার্ডের একটি করে মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠান সফল করার জন্য যুগ্ম আহবায়ক ও মহানগর সদস্যরা পালন করার জন্য দায়িত্ব অর্পণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও