কাঠালিয়ায় রাস্তার সংস্কার কাজ শেষ হয়নি ৪ বছরেও, জনদুর্ভোগ

এপ্রিল ২৩ ২০২৪, ১৮:৫২

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নং চেচরি রামপুর ইউনিয়ন থেকে বিনাপানি বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ ২০২০ সালে শুরু হলেও চার বছরেও শেষ হয়নি রাস্তা সংস্কার কাজ। বর্তমানে রাস্তাটি যেন মরন ফাঁদে পরিনিত হয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা।

শুধু তাই নয় রাস্তার মাঝে মাঝে গর্ত করে ফেলে রাখা হয়েছে ৪টি কালর্বাট। স্থানীয় জনগনের অভিযোগ র্দীঘ ১০ বছর ধরে তারা উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। স্

থানীয়রা বলেন, র্দীঘ ৪ বছর আগে শুনেছি রাস্তা সংস্কারের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে টেন্ডার দেওয়া হয়েছে। কিন্তু তা আজও সংস্কার হচ্ছে না। রাস্তাটি সংস্কারের নামে দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান নয়ছয় করে যাচ্ছে। প্রতিনিয়ত এ দুরবস্থা বিরাজ করলেও ঠিকাদার প্রতিষ্ঠান নানা অজুহাতে কাজ ফেলে রেখেছে বলে অভিযোগ স্থানীয়দের।

অন্যদিকে প্রকল্পের তদারকি কর্তৃপক্ষেরও রয়েছে চরম উদাসীনতা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার মানুষজনকে বাধ্য হয়ে ভাঙ্গা ও গর্ত থাকা রাস্তার ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। সাইকেল, মোটরসাইকেল, ভ্যান গাড়ী নিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমতাবস্থায় বিকল্প কোনো রাস্তা না থাকায় শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। জানা যায়, দীর্ঘসময় ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি।

যার কারণে রাস্তাটির এ বেহাল দশা। ২০২০ সালে সংস্কারের উদ্দেশ্যে রাস্তাটি মাঝে ছোট ছোট কালর্বাট করা হলেও তার নিচে এবং পাশে দেওয়া হয়নি কোন মাটি। তাই ওই কালবার্ড গুলো থেকেও চলাচল করতে পারছেনা স্থানীয়রা। এছাড়াও রাস্তা সংস্কারের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজকে টেন্ডার দেওয়া হয়েছে। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজের মালিক সৈয়দ মিলন জেল হাজতে থাকার কারনে র্দীঘ দিন ধরে বন্ধ রয়েছে রাস্তা সংস্কারের কাজ। আর এতে ভোগান্তিতে পড়েছে ঐএলাকার মানুষ। কিন্তু ঠিকাদারের কারনে রাস্তাটির সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। কবে নাগাদ রাস্তার কাজ শুরু হবে, এ বিষয়ে কিছু জানা নেই এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, চেচরি রামপুর ইউপি অফিস থেকে বিনাপানী বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা রয়েছে। এই এলাকায় ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ,মসজিদ, মাদ্রাসা রয়েছে। এখানে কোমলমতি শিশুরা চলাচলে অসুবিধায় পড়ছে এবং বয়বৃদ্ধ সাধারন মানুষের চলাচলের খুবই কষ্ঠকর হয়ে দাড়িয়েছে।

এ ব্যাপারে ওই এলাকার ইউপি সদস্য মোঃ শাহিন খান বলেন, (রোড কোড: ৫৪২৪৩৩০০৪) এই রাস্তার ব্যাপারে আমি সহ চেয়ারম্যান সাহেব উপজেলা ইঞ্জিনিয়ারের অফিসে যোগাযোগ করলে তারা বলেন টেন্ডার হয়েছে কাজ শুরু হবে। এবং আদোও কোন কাজে শুরু হয়নি, যে কাজের নাম শুরু হয়েছে তাও এলাকার সাধারন মানুষের ভোগান্তি ছাড়া কিছুই হচ্ছে না। তাই কর্তৃপক্ষের কাছে সরজমিনে তদন্ত সাপেক্ষে আকুল আবেদন সাধরান মানুষের এবং কোমলমতি শিক্ষার্থীরা যাহাতে আমাদের কাজটা দ্রুতগতিতে সম্পন্ন হয়ে মানুষের দুরদশা থেকে লাগোপ পায়।

এবিষয়ে কাঠালিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাউজের মালিক জেল হাজতে থাকার কারনে কাজ বন্ধ রয়েছে। খুব শিগ্রই ঠিকাদার প্রতিষ্টানকে কাজ করার জন্য চিঠি দেওয়া হবে। তারা যদি দ্রুত সময়ের মধ্যে কাজ করতে না পারে তাহলে নতুন করে টেন্ডারের মাধ্যমে পূর্নরায় কাজ করানো হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও