কলাপাড়ায় গ্রামে গ্রামে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব

এপ্রিল ২২ ২০২৪, ১৯:০৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: প্রচন্ড তাপদাহে পটুয়াখালীর কলাপাড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একইসাথে উপজেলার গ্রামে গ্রামে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু এবং বয়স্কদের সংখ্যা বেশী। রবিবার রাত ১২ থেকে সোমবার বিকেল ৫ টা পর্যন্ত ১৯ জন ডায়রিয়ার রোগী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে।

এর আগে শনিবার একদিনে ১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এছাড়া গত এক সপ্তাহে অন্ততঃ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল কিংবা বিভিন্ন ইউিনয়নের কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। হঠাৎ ডায়রিয়ার রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। তবে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টিকে অতিরিক্ত গরম,পঁচাবাসি খাবার গ্রহন এবং বিশুদ্ধ পানির সংকটকে দায়ী করছে চিকিৎসকরা।

জানা গেছে, কলাপাড়া সহ উপক‚লীয় এলাকায় রেকর্ড পরিমান গরম পড়তে শুরু করেছে। এতে অন্যন্য রোগের সাথে ব্যাপকভাবে দেখা দিয়েছে ডায়রিয়া। আক্রান্তদের অনেকে বাড়ীতে চিকিৎসা নিলেও হাসপাতাল কিংবা ক্লিনিক মুখীও অনেক মানুষ। এদিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে শয্যা সংকটের কারনে অনেক রোগীকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.জে এইচ খান লেলিন জানান, এ বছরের শুধু এপ্রিল মাসেই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৬ জন। এছাড়া আউটডোরে অনেক রোগী চিকিৎসা নিয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শংকর প্রসাদ অধিকারি বলেন, তরমুজের মৌসুম অপরদিকে, প্রচন্ড গরম, সুপেয় পানির অভাব ডায়রিয়ার প্রধান কারন । তবে হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও ঔষধ সরবরাহ রয়েছে বলে এই চিকিৎসক সাংবাদিকদের জানান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও