ঝালকাঠিতে অভিযানে ১২ টি ইট ভাটা বন্ধ, ১০ লাখ টাকা জরিমানা

মার্চ ১৪ ২০২৪, ১৩:০০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনভর সাড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। ৫টি ভ্রাম্যমাণ আদালতের টিম সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান পরিচালনা করে। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটাগুলোকে মোট ১০লাখ ৫হাজার টাকা জরিমানা ও ১২টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়।

একই সাথে কুলকাঠি ইউনিয়নের কেটিসি নামক ইটভাটায় ০২লাখ জরিমানা করলে তারা টাকা দিতে ব্যর্থ হওয়ায় ম্যানেজার লোকমান হাওলাদারকে তিন মাসের জেল প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। তার পিতার নাম কাসেম আলী হাওলাদার সে ঝালকাঠির সদর উপজেলার বাসিন্দা। বুধবার (১৩ মার্চ) এ অভিযানের নেতৃত্ব দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।

অভিযানে উপজেলার পৌর এলাকায় অবস্থিত এমএমবি ব্রিকসকে বৈধ কাগজপত্র না থাকায় তিন লাখ টাকা জরিমানা ও বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে তারা মুচলেকা প্রদান করেছেন। এমএমআর ব্রিকসকে একই কারণে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষণা। মুন ব্রিকস কে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষণা।

কুশঙ্গল ইউনিয়নের মানপাশায় অবস্থিত মেসার্স বাপ্পি সরদার ব্রিকসকে ৫০হাজার টাকা জরিমানা ও একই এলাকার থ্রি স্টার ব্রিকস কে ০১লাখ জরিমানা করে ড্রাম চিমনি ভেঙে ফেলা হয়েছে। দপদপিয়া ইউনিয়নের নুর ব্রিকস কে ০১লাখ টাকা, ফোর স্টার ব্রিকসকে ৫০হাজার টাকা,তিন স্টার ব্রিকসকে ১৫হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এসময় দপদপিয়া ইউনিয়নের হাওলাদার ব্রিকসসহ আরও কয়েকটি ড্রাম চিমনি দিয়ে পরিচালিত ব্রিকস এর চুলা পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়েছে এবং চিমনি ভেঙে ব্রিকস বন্ধ করে দেয়া হয়েছে। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম(ইউএনও) জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের কারণে তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ৫জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব মোট ৯টি মামলায় এসকল দণ্ড প্রদান করা হয়। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও