রাজাপুরে সহকারী পুলিশ সুপার মাসুদ রানা কর্তৃক বাজার মনিটরিং

মার্চ ১৩ ২০২৪, ১৪:২০

নিজস্ব প্রতিবেদক: রমজানের পবিত্রতা ও বিশুদ্ধতা রক্ষা ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বাজার মনিটরিং করেছে ঝালকাঠী জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলের নির্দেশক্রমে বাজার মনিটরিং করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, রাজাপুর সার্কেল মো: মাসুদ রানা। ঝালকাঠি জেলা পুলিশের এমন কাজের প্রশংসা করেছে সকল শ্রেণি পেশার মানুষ।

বিশেষ বাজার মনিটরিং কার্যক্রমে রাজাপুর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। রাজাপুর থানার অন্তর্গত বাইপাস মোর,বাগরী, পুটিয়াখালীসহ বিভিন্ন স্থানে বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।মনিটরিং এর অংশ হিসেবে চাল, ডাল, চিনি, চিড়া,খেজুর, ফল, মাছ, মাংস, শাক সবজি ইত্যাদি পণ্যের দাম, ওজন, মান পরিমাণ যাচাইসহ কৃত্রিম সংকট তৈরীর জন্য অতিরিক্ত মজুদ না রাখতে বিক্রেতাদের সতর্ক করা হয়। এছাড়াও ফুটপাত দখল করে অবৈধ দোকান স্থাপন করে পন্য বিক্রিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযান শেষে সহকারী পুলিশ সুপার মো: মাসুদ রানা বলেন বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও