আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মার্চ ১০ ২০২৪, ১৯:১৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আমতলী উপজেলায় পুকুরে ডুবে ইমাম উদ্দিন নামে ২০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বেতমোড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইমাম উপজেলার বেতমোর গ্রামের সোলায়মান গাজীর ছেলে।জানা গেছে, ইমাম উদ্দিন পরিবারের সকলের অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়।
ঘণ্টাখানেক পড়ে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে পুকুরে ভাসমান অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডা. মেহেরিন আশ্রাফ শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
শিশুটির স্বজন মোকলেস খান বলেন, বাড়ি সকলের অজান্তে শিশু ইমাম উদ্দিন পুকুরে পড়ে যায়। পরে ভারমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার ডা. মেহেরীন আশ্রাফ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।









































