ঝালকাঠিতে এসএসসিতে বসছে ১২ হাজার ৩১০ জন পরীক্ষার্থী

ফেব্রুয়ারি ১৫ ২০২৪, ১৩:০০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল এবং সমমানের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। পরীক্ষার সুষ্ঠ, নিরপেক্ষ ও মানসম্মত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য জেলা প্রশাসক কেন্দ্র সচিবদের নির্দেশনা প্রদান করেছেন। সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঝালকাঠি জেলার ৪ উপজেলায় এসএসসি ১৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাধ্যমিক স্তরে ১৭১টি বিদ্যালয়ের ৭ হাজার ৯৮২জন শিক্ষার্থী এবং দাখিল পরীক্ষায় ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৪৩১জন শিক্ষার্থী ৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এছাড়া এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ৭টি কেন্দ্রে ৯১৭জন শিক্ষার্থীসহ ১২ হাজার ৩১০জন এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। শান্তিপূর্ণ ও মানসম্মত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজকে আহ্বায়ক করে ২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। বোর্ডের নির্দেশনা মোতাবেক প্রতিটি কেন্দ্রে ১জন হলসুপার ও প্রত্যেক ভেন্যুর জন্য ১জন কেন্দ্র সচিব নিয়োগ করা হয়েছে। প্রতি কক্ষে সর্বোচ্চ ২০জন শিক্ষার্থী বসানো হয়েছে এবং ২জন করে শিক্ষক প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে সড়কে লাল ফিতা দিয়ে সংবিধিবদ্ধ সতর্কিকরণ বিজ্ঞপ্তি জানানো হয়েছে। একই সীমার মধ্যে অথবা পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশকারীকে তাৎক্ষনিকভাবে গ্রেফতার করা হবে বলে ঘোষণা রয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে প্রত্যেকের দেহ তল্লাশি করে প্রবেশ করানো হয়েছে।

পরীক্ষা সুষ্ঠ, দুর্নীতি মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ টিম মোতায়েন রাখা হয়েছে। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম স্বাক্ষরিত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সভার রেজুলিউশন এবং সকাল ১০টার দিকে সরেজমিন পরিদর্শনে এসব তথ্য জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও