ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ১

ফেব্রুয়ারি ১২ ২০২৪, ১৫:৩২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলা সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক সন্ধিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খাজুরিয়া এলাকার তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল ইসলাম পৌরসভার ৬ নং ওর্য়াডের রাজপাশা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক সন্ধিগ্ধ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে তারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত,গত ৭ জানুয়ারি সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আ.লীগের নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে নিহত ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যামামলা করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও