বরিশালে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা
ফেব্রুয়ারি ০৫ ২০২৪, ১২:৩৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কম সময়ে অধিক ফলন পাওয়ায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন বরিশালের কৃষকরা। ভোজ্য তেলের দাম বাড়ায় বাজারে সরিষার চাহিদাও বেড়েছে। একই সাথে সরকার থেকে কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষার বীজ ও সার সরবরাহ করায় লাভবান হচ্ছে কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগ না হলে গত বছরের তুলনায় কয়েকগুন বেশি ফলন হওয়ার আশা করছে জেলার কৃষি বিভাগ।
দূর থেকে দেখলে মনে হবে প্রকৃতির মাঝে এ যেন বিস্তীর্ণ এক হলুদ গালিচা। যতদুর চোখ যায় শুধু হলুদের সমারোহ। হলুদের আভায় দিগন্ত ছুঁয়েছে সরিষার ফুল। এমন অপরূপ দৃশ্য বরিশালের বাবুগঞ্জ, মুলাদী, বানারীপাড়ায় ,বরিশাল সদর উপজেলা কর্ণকাঠী ও সায়েস্তাবাদের সরিষা ক্ষেতে।
কম খরচে অধিক লাভ হওয়ায় জেলায় সরিষার আবাত বেড়েছে। এ বছর বরিশালে ৬ হাজার ৯শ’ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর সরিষার ব্যাপক ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ রেজাউল হাসান জানিয়েছেন ভবিষ্যতে বরিশালে সরিষার আবাত আরো বাড়বে।