পাথরঘাটায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফেব্রুয়ারি ০১ ২০২৪, ১৫:০০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় পুকুরে ডুবে ইসরাত জাহান ফাতিমা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত ফাতিমা পাথরঘাটা উপজেলার মাছেরখাল এলাকার সৌদি প্রবাসী ইমরান হোসেনের মেয়ে।
জানা গেছে, সকালে মা রুমানা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ ফাতিমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ওই শিশুকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ফাতিমাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, হাসপাতালে চিকিৎসাধীন সার আগেই মৃত্যু হয়।









































