ঝালকাঠিতে চরের মাটি কাটায় তিনজনকে ৪ লাখ টাকা জরিমানা

জানুয়ারি ২২ ২০২৪, ১৩:২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিনজনকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি সদরের দেউড়ি এলাকা সংলগ্ন সুগন্ধা নদীর চর থেকে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঝালকাঠি রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মহিন উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন তাদের ৪ লাখ টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ট্রলারের মালিক ঝালকাঠি কৃষ্ণকাঠি এলাকার ধলু পাটোয়ারীর ছেলে মাহবুব পাটোয়ারী, মাটি কাটার শ্রমিক আমতলী গোপখালী ইউনিয়নের আজাহার আলীর ছেলে আব্বাস ও চাড়াখালি ইউনিয়নের রাজ্জাকের ছেলে আলামিন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক মহিন উদ্দিন জানান, নদীর চর থেকে মাটি কাটার অপরাধে তিনজনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ট্রলারের মালিক মাহবুব পাটোয়ারীকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শ্রমিক আব্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আলামিনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও