শতাধিক শিশুকে নিয়ে ইয়াসের পিঠা উৎসব

ডিসেম্বর ৩১ ২০২৩, ১১:৪৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে শতাধিক শিশুদের নিয়ে শিতকালীন পিঠা উৎসব করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) । আবহমান বাংলার খাদ্য তালিকার অপরিহার্য অনুসঙ্গ পিঠাপুলিকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সেতুবন্ধন ধরে রাখতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (৩০ ডিসেম্বর) এসডিজির অবিস্ট-০২ এ উল্লেখিত খাদ্য বিষয়ে কাজের অংশ হিসেবে ঝালকাঠির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শতাধিক শিশুদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি আবির হোসেন রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাইয়্যেদা হক মেরি। বিশেষ অতিথি ছিলেন রাফিদা মাহমুদ পরি, সংগঠনের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, উপদেষ্টা আক্কাস সিকদার, উপদেষ্টা হাসান মাহমুদ, সংগঠনের সহ-সভাপতি এস.এম মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, সদস্য মশিউর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি।

এ সময় প্রধান অতিথি ফাইয়্যেদা হক মেরি বলেন, ছোট্ট সোনামনিদের নিয়ে পিঠা উৎসবের এমন আয়োজন করায় ইয়াসকে ধন্যবাদ জানাই। ছোট্ট শিশুদের হাসিতেই বোঝা যায় তারা শীতের পিঠা পেয়ে কতটা আনন্দিত। এই শিশুদের নিয়ে গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও