বরিশাল-৬: ছিটকে পড়ার শঙ্কা উড়িয়ে আশাবাদী লাঙল, অসন্তোষ নৌকায়
ডিসেম্বর ২৫ ২০২৩, ১২:২০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থাকলেও বরিশাল-৬ আসনটি জোটের প্রশ্নে তিন মেয়াদেই ছেড়ে দেয়া হয়েছে জাতীয় পার্টিকে। তবে ছিটকে পড়ার শঙ্কা উড়িয়ে জয়ের ব্যাপারেও আশাবাদী লাঙল।এ নিয়ে অসন্তোষ স্থানীয় আওয়ামী লীগে। আর দাবির মুখে এবারের ভোটে আসনটিতে নৌকার প্রার্থী দেয়া হলেও জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী। ত্রিমুখী লড়াইয়ে বরিশালের ৬টি আসনের মধ্যে এটি অন্যতম।
সংশ্লিষ্টরা জানান, উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল-৬ আসন থেকে এমপি হওয়ার দৌড়ে নেমেছেন মোহাম্মদ শামসুল আলম চুন্নু। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এখন দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী চুন্নুর পক্ষে।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম চুন্নুর দাবি, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে দাঁড়িয়েছেন তিনি। আওয়ামী লীগের টানা তিন মেয়াদেই জোটের ভাগাভাগি প্রশ্নে জাতীয় পার্টির দখলে ছিলো এ আসনটি।এ দিকে স্বামী রুহুল আমিন পরে স্ত্রী রত্না আমীন দুবার সংসদে বসেন এ আসনের হয়ে। এবার রুহুল আমিন পটুয়াখালী-১ এ এবং রত্না আমিনকে বাকেরগঞ্জে রাখা হলেও ভোটে ছিটকেপড়ার শঙ্কাকে উড়িয়ে দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী লাঙল।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নাসরিন জাহান রত্না বলেন, জয়ের বিষয়ে আমি আশাবাদী। গত ১৫ বছরে বাকেরগঞ্জে অনেক উন্নয়ন করা হয়েছে। আশাকরি জনগণ পুনরায় জাতীয় পার্টির ওপর ভরসা রাখবে। এ দিকে বরিশাল-৬ আসনে দলের স্বতন্ত্র প্রার্থী থাকায় অস্বস্তিতে নৌকার মাঝি। তার দাবি, দলীয় পদে থাকা অন্তত সভাপতি সম্পাদককে স্বতন্ত্র প্রার্থী হবার সুযোগ দেয়া ঠিক হয়নি।
আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক বলেন, নৌকার জয়ের বিষয়ে আমি আশাবাদী। ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বরিশালে আগমন হবার পর নৌকার জয়ের জয়জয়কার হবে। ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে জাসদ প্রার্থী মো. মোহসীনসহ মোট ১১ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৪৬৪ জন।









































